ArabicBengaliEnglishHindi

অভিযানের ২৪ ঘণ্টা না যেতেই গুলিস্তানে ফের দোকানপাট-হকার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ৭:১৫ অপরাহ্ন / ৬৮
অভিযানের ২৪ ঘণ্টা না যেতেই গুলিস্তানে ফের দোকানপাট-হকার

নিজস্ব প্রতিবেদক ->>
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও হকার উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের হাঁটার পথ দখলমুক্ত করার ২৪ ঘণ্টা পরে ফের বসতে শুরু করেছে দোকানপাট ও হকার।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট (নুর হোসেন চত্বর) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে আহাদ পুলিশ বক্স পর্যন্ত রোববারের অভিযানস্থল ঘুরে এমন চিত্র দেখা যায়।

এ দিন রেড জোন গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার দুই পাশের সড়কের ফুটপাতে বসেনি দোকানপাট ও হকার। তবে ফুটপাতের ওপরে রাখা ছিল দোকানগুলোর চকি। এছাড়াও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সড়কের দুই পাশের হকারদের কিছু কিছু জায়গায় বসতে দেখা গেছে।

অন্যদিকে গুলিস্তান পাতাল সড়কের ফুটপাতের পাবলিক টয়লেটের সামনে চায়ের দোকান বসতে দেখা যায়। গুলিস্তান মোড়ে দুপুরের পরে নতুন টাকা বিক্রেতাদের সাড়ি বেঁধে বসতে দেখা যায়।

বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে আহাদ পুলিশ বক্সের সামনের ফুটপাতে হকার না বসলেও এর বিপরীত পাশে ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের (সাবেক গুলিস্তান মার্কেট) ফুটপাত দখল করে গুলিস্তান মোড় পর্যন্ত বসেছে হকার। এখানকার দোকানগুলোর মধ্যে রয়েছে জুতা, মোজা, গেঞ্জি, শার্ট, চশমাসহ হরেক রকমের দোকান।

গুলিস্তান পাতাল সড়কের ফুটপাতের পাবলিক টয়লেটের সামনে বসা এক চা দোকানদার বলেন, রোববার সিটি কর্পোরেশনের অভিযান হওয়ায় ফুটপাতে দোকান বসেনি। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আবার হকাররা বসবে।

পথচারী আরিফুর রহমান বলেন, শুনেছি গতকাল গুলিস্তানে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অনেক জায়গায় ফুটপাত ফাঁকা দেখছি। এরকম যদি সব সময় থাকে তাহলে আমাদের জন্য আমাদের চলাফেরা করতে অনেক সুবিধা হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে আহাদ পুলিশ বক্স পর্যন্ত চলে অভিযান। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় ৯ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল বেড়েছে। তাই ফ্লাইওভার দিয়ে যান চলাচল ও সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাফেরা নির্বিঘ্ন করতে মেয়রের নির্দেশনায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গভবন ও ফ্লাইওভারগামী ও ফ্লাইওভার থেকে গুলিস্তান চত্বর এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। এই রেড জোন থেকে সকল প্রকার হকার এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।