স্টাফ রিপোর্টার ->>
দিনাজপুরের ফিলিং স্টেশনগুলো থেকে পেট্রল ও অকটেন উধাও হয়ে গেছে। গত কাল থেকে এই সংকট দেখা দিয়েছে। আজ ৮ মে জেলার সব ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন নেই বলে কাগজ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এতে চরম দূর্ভোগে পড়েছেন বাইকার পথচারীরা।
আবার, অনেকেই ঠেলে নিয়ে যাচ্ছেন বাইক।
তবে পেট্রল ও অকটেন হাতে গোনা কিছু দোকানে পাওয়া যাচ্ছে। তাও আবার অতিরিক্ত দামে ১২০ টাকা লিটার থেকে শুরু করে যে যার কাছে যেমন নিতে পারে। এ অবস্থায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হঠাৎ জ্বালানি তেলের সংকটে হতাশ হয়ে পড়েছেন সাধারন মানুষ।
কেন এই জ্বালানি তেলের সংকট তা নিয়ে এখনো পরিস্কার তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :