কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈরে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীরা ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছে।
শুক্রবার সকালে কালিয়াকৈর পূজা উদযাপন পরিষদের আয়োজনে কালিয়াকৈর বাজারের ভিতরে থেকে বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রার্থনা করা হয়।
এদিকে শোভাযাত্রায় নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনব কুমার সূত্রধর।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম আলী, সালাউদ্দিন,পীযূষ সাহা, সমির সাহা সহ হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোকজন।
আপনার মতামত লিখুন :