কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের কাপাসিয়া চালা গ্রামে আনন্দ সরকার নামে এক ব্যক্তির জমি সংকান্ত জেরে ১ জন আহত।
শুক্রবার দুপুরে অনুমান ১২ টার সময় এই ঘটনা ঘঠে। বনলতা সরকার বলে, শুক্রবার দুপুরে অনুমান ১২ টার সময় আমার স্বামীর জায়গায় বেড়া নির্মাণ করলে আমার স্বামী আনন্দ সরকারসহ আমি গিয়ে বিবাদীকে বেড়া নির্মাণ করতে নিষেধ করলে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।
আমরা তাহার প্রতিবাদ করতে গেলে, বিবাদীরা সহ অজ্ঞাতনামা কয়েকজন বে আইনী ভাবে জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে এবং বাঁশের লাঠি দিয়া আমার স্বামীর মাথায় বারি দিয়ে রক্তাক্ত জখম করে,মাটিতে পড়িয়া গেলে বিবাদীরা কাঠের ডাসা, বাঁশের লাঠি দিয়া এলোপাথারী বারি, কিল ঘুষি লাঁথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
আমার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করিয়া মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানী করে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমার ও আমার পরিবারের সকল সদস্যদের খুন জখম করিবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়। পরবর্তীতে স্হানীয় লোকজনের সহায়তায় আমি আমার স্বামী কে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া ভতি করি।আমার স্বামী বতমানে উক্ত হাসপাতালে ভর্তি রয়েছে।
আমার স্বামী চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় এবং ঘটনার বিষয়টি স্হানীয় লোকজনসহ আত্নীয় স্বজনদের অবহিত করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করছি । বিবাদীরা হলেন,১,সন্তুুষ মন্ডল কেরু (৪৮), ২,সম্ভু মন্ডল(৫৫) উভয় পিতা মৃত নিমাই মন্ডল,৩,সন্জিত মন্ডল (১৯) পিতা সন্তুষ মন্ডল কেরু, ৪, সন্জিবন মন্ডল( ৩৫) পিতা সম্ভু মন্ডল, ৫, গনেশ মন্ডল (৫০), ৬, পারুল মন্ডল( ৪৫) স্বামী সন্তুষ মন্ডল কেরু সর্বসাং কাপাসিয়াচালা ইউপি বোয়ালী।
একই গ্রামের মিলন মিয়া জানান, জমি সংকান্ত জেরে ঝগড়া লেগে আনন্দ সরকারকে মাথায় বাড়ি দেয়।
আনন্দ সরকার তার বক্তব্যে জানান,আমার জমি মাএ তিন শতাংশ সেই জমিতে সন্তুষ ও তার দলবল নিয়ে বেড়া দিতেছিল, সেখানে বাধা দিতে গেলে ডাইরেক্ট আমার মাথায় বারি দেয় ও এলোপেথরি ভাবে মেরে জখম করে।
সন্তুষ সরকার কেরু জানান, ঝগড়া লেগার সময় বারি লেগে গেছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক এস আই আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :