ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে মহিলা আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৬:২৪ অপরাহ্ন / ২৯৯
কালিয়াকৈরে মহিলা আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি ->>

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায় – বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ শ্রীফলতলী ইউনিয়ন শাখার সম্মেলন শনিবার বিকেলে শ্রীফলতলী জমিদার বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেদ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারগিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন – গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আকবর আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেন জয়, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নারগিস হায়দার, সাধারণ সম্পাদক হালিমা আক্তার পলি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক নাসিমা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

পরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কালিয়াকৈর উপজেলা শাখার শ্রীফলতলী ইউনিয়ন এর নবগঠিত কমিটির সভাপতি মাজেদা বেগম এবং সাধারণ সম্পাদক বন্যা আক্তার কে করা হয়।