ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে মাদকের ভয়াবহ সিন্ডিকেট ভাসমান যৌনকর্মীদের হাতে


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ১১:২৩ অপরাহ্ন / ৮৭
কালিয়াকৈরে মাদকের ভয়াবহ সিন্ডিকেট ভাসমান যৌনকর্মীদের হাতে

কালিয়াকৈর,(গাজীপুর)প্রতিনিধি ->>
সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে ভাসমান যৌনকর্মীদের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে ঝোঁপঝাঁরে, ভাড়া বাসা, আবাসিক হোটেল ও বিনোদন পার্কগুলোতে অবাধ বিচরণ করেছে যৌনকর্মীদের সিন্ডিকেট। শুধু দেহ ব্যবসা নয়, ভাসমান এসব যৌনকর্মীদের হাতেই রয়েছে মাদকের সিন্ডিকেট। যৌনকর্মীদের সাথে সখ্য করেই মাদক কারবারিরা চালাচ্ছে রমরমা ব্যবসা। এতে বিপথে যাচ্ছে কিশোর ও তরুণ সমাজ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সন্ধার পর থেকে ঢাকা-টাঙ্গাইলমহাসড়কের কালিয়াকৈর বাইপাস থেকে শ্রীফলতলী বাইপাস, কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ ট্রাক স্টেশন, খাড়াজোড়া রজনী সিনেমা হল, চন্দ্রা ত্রীমোড় বাসস্টেশন, চন্দ্রা ফ্লাইওভারের দুইপাশে, চন্দ্রা সোহাগ পল্লী সড়কের প্রবেশ মুখের আশপাশ, চন্দ্রা কাজলী সিএনজি পাম্প ও মৌচাক ইউনিয়নের তেলিরচালা নামক স্থানে মোহনা সিনেমা হলের আশপাশ এলাকায় ভাসমান পতিতাদের অবাধ বিচরণ।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব ভাসমান পতিতাদের মাধ্যমে স্থানীয় মাদক কারবারিরা গোপনে গড়ে তুলেছে সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে অবাধে মাদক পাচার হচ্ছে বিভিন্ন স্থানে। এছাড়া এসব ভাসমান যৌনকর্মীদের সাথে অপরাধীদের রয়েছে গভীর সখ্য।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, মাদকের সাথে কোন আপস নাই। যারা এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।