ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে মোটরসাইকেল এক যুককের অপ্রত্যাশিত মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২২, ৮:৪২ অপরাহ্ন / ২৮৮
কালিয়াকৈরে মোটরসাইকেল এক যুককের অপ্রত্যাশিত মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০২ নং ওয়াডের সাহেবাবাদ এলাকার সোহান মোল্লা নামে এক ব্যক্তির মোটরসাইকেল মৃত্যুর ঘটনা ঘটে। মৃত সোহান মোল্লা সাহেবাবাদ গ্রামের মফিজ উদ্দিন মোল্লার তিন সন্তানের মধ্যে ২য় সন্তান।সোহান মোল্লা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ হতে এইচ. এস. সি. পাস করেন। সোহান মোল্লার বয়স ২০ বছর।

সুন্দর প্রান্ত টকবগে যুবক সোহান। স্বপ্ন দেখত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে। কলেজ জীবনে পা রাখতেই হাতে পায় শখের মোটরবাইক। সেই বাইক নিয়ে দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ানোর নেশা হয়ে উঠে সোহানের। বন্ধুদের সাথে হৈ হুল্লোড়, ঘুরাঘুরি, লাইফ স্টাইল আর বাইক নিয়ে ফটোগ্রাফিতে মেতে উঠে সে। ধীরে ধীরে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠে সোহান। তবে সব কিছুর ইতি টেনে অপ্রত্যাশিত মৃত্যুর পথযাত্রী হতে হল সোহানের। বাবা মায়ের কিনে দেয়া শখের মোটরবাইকে প্রাণ হারায় সে।

গতকাল (১৩ জুলাই) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় মর্মান্তিক দুর্ঘটনায় সোহানের মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, (১৩ জুলাই) বুধবার সকালে সোহান ও তার সফর সঙ্গী একই এলাকার রিদয় ইসলামকে নিয়ে মোটরসাইকেল যুগে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। কুমিল্লা যাবার পথে বিভিন্ন স্থানে অসংখ্য ছবি তোলে

ফেসবুকে পোষ্ট করে সোহান। দুপুর থেকে পুরো বিকেল ঘুরাঘুরি করে কুমিল্লার বিভিন্ন স্থানে। অবশেষে সন্ধ্যার পর রওনা হয়, গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ীর উদ্দেশ্যে। রাত ১১ টার দিকে কুমিল্লা শহর পাড় হয়ে কিছুটা দূর আসতেই দ্রুত গতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সোহান। এতে গুরুত্বর আহত হয় পিছনের সিটে থাকা রিদয় । দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর বৃহস্পতিবার ভোরে সোহানের মৃত্যুর খবর পায় তার পরিবার। এ খবরে সোহানের পরিবার, এলাকাবাসী, বন্ধুদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

মৃত সোহান মোল্লার জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পাদন করা হয়।