ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে রাজধানী বাসের চাপাই পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২২, ১১:৪০ অপরাহ্ন / ৫৪
কালিয়াকৈরে রাজধানী বাসের চাপাই পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর রাজধানী পরিবহন নামে বাসচাপায় জান্নাতি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি জামালপুর জেলার সরিষাবাড়ী থানার কাবারিয়া বাড়ী গ্রামের জহিরুলের মেয়ে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বুধবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর প্রেস ক্লাবের সামনে মাকিষবাতান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জহিরুল হোসেন মাকিষবাতান এলাকায় কাঁচা মালের ব্যবসা করেন। প্রতিদিনের মতো আজও স্ত্রী ও সাত বছরের শিশু সন্তানকে রেখে ব্যবসার জন্যে বাইরে যান।

দুপুরে মাকিষবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল জান্নাত। এমন সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহন দ্রুত গতিতে এসে জান্নাতিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই শিশু মারা যায়। এ সময় ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

কালিয়াকৈরে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী লাশ হস্তান্তর করা হবে।