কালিয়াকৈরে ষড়যন্ত্র মূলক ও ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ৮:০৬ অপরাহ্ন /
১৫০
স্বপন সরকার ->>
গাজীপুর জেলা ছাত্রলীগের প্রার্থী এস এম জোবায়ের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১১এপ্রিল) দুপুরে উপজেলার মৌচাক এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, এসএম মোবারক হোসেন,মৌচাক ইউনিয়ন পরিষদের ৪ ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শাহনাজ বেগম, হোসনে আরা আক্তার, লুনা আক্তার সহ সর্বস্তরের জনগণ। পরে মানববন্ধনে বক্তারা বলেন, এস এম জোবায়ের হিমেল গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় এবং উপজেলার একজন ছাত্রলীগের ত্যাগী নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান তারা।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে থানায় অভিযোগ করে ওই তরুণী। ওই দিন সন্ধ্যায় তরুণী ফেসবুকে লাইভে এসে বলেন, ছাত্রলীগ নেতা এস এম জোবায়ের হিমেল আমার সাথে তিন বছরের প্রেমের সম্পর্ক এবং বিবাহের কথা বলে দৈহিক মেলামেশার করেন। পরে তরুণী ওই ছেলেকে বিয়ে করার কথা বললে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিতেন। তবে ফেসবুকে লাইক দেওয়ার পর থেকে তরুণী আত্মগোপনে জান। পুলিশ গত ৭ এপ্রিল মেয়েকে উদ্ধার করে।
পরে ৮ এপ্রিল রাতে তরুণী বাদী হয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে ছাত্রলীগ নেতা আত্মগোপনে রয়েছে।
কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা মামলা হয়েছে। তবে আসামীকে গ্রেফাতার করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :