কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮ নং আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামের ভেতরের সরকারি রাস্তা দখল করে ঘর বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এলাকাবাসী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর ধামরাই রোডের মহরাবহ গ্রামের ভেতরে যাওয়ার একমাত্র রাস্তাটি স্থানীয় একটা প্রভাবশালী মহল দখল করে ঘর বাড়ি নির্মাণ করছে। স্থানীয় একাধিক লোকজন বাধা প্রদান করলে তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে প্রভাবশালীরা।
স্থানীয় লোকজন আরোও জানায়, ওই এলাকার রমেজ, ছালাম, সাইদুল, নজরুল, মফিজ, বাবর আলী, শাজাহান, আনোয়ারসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি রাস্তাটি দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে।
ওই এলাকার শাহীন নামে এক জনৈক এক ব্যক্তি বলেন, আমাদের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি দখল করে আছে কয়েকজন স্থানীয় প্রভাবশালী। এউ মারা গেলে তার লাশ নিয়ে যাওয়ার মতো রাস্তাও নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :