ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈর ঘুমন্ত স্ত্রীকে গরম তেল দিয়ে ঝলসে দিয়ছে পাষণ্ড স্বামী


প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন / ৬৮
কালিয়াকৈর ঘুমন্ত স্ত্রীকে গরম তেল দিয়ে ঝলসে দিয়ছে পাষণ্ড স্বামী

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আহম্মদ নগর এলাকায় গত শুক্রবার গভীর রাতে বিউটি আক্তার (২২) নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় গরম তেল দিয়ে পুরা শরীর ঝলসে দিয়ছে তার স্বামী।

অভিযুক্ত ব্যক্তি হলেন,সিরাজগঞ্জের শাহজাদপুর থানার জগতলা এলাকার মো মফিজ সরকারের ছেলে মো মাসুদ সরকার (২৭)।অভিযুক্ত মাসুদ ও তার স্ত্রী বিউটি উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকায় কাদের সিকদারের বাড়ীতে ভাড়া থেকে পােশাক কারখানায় কাজ করতেন।

পরিবার ও মামলার এজাহর সূত্র জানা যায়, ভুক্তভাগী বিউটি আক্তারের সাথে ৫ বছর পূর্বে অভিযুক্ত মো মাসুদ সরকারের বিয়ে হয়।

বিবাহের পর থেকেই বিউটির স্বামী মাসুদ ও তার পরিবারের লােকজন যৌতুকের দাবীতে নানাভাবে অন্যায় অত্যাচার করায় বিউটি আক্তার তার স্বামী মাসুদ সহ তার পরিবারের লােকজনদের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ সিরাজগঞ্জ মামলা দায়ের করেন। পর ওই মামলা বিচারাধীন থাকা অবস্থায় মাসুদ সরকার ৪ মাস আগে এলাকার গন্যমান্য লােকজন বিউটির সাথে আপােষ মিমাংসা করে পূনরায় সংসার শুরু করে।

তারপরও অভিযুক্ত মাসুদ মাঝে মধ্যেই বিউটি আক্তারকে বিভিন্ন ধরনের জ্বালা য্ত্রনা করতো। এক পর্যায় গত শুক্রবার( ১৩ মে) রাত অনুমানিক দেড়টায় ঘুমত্ম থাকা অবস্থায় অভিযুক্ত মাসুদ সরকার কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল গরম করে বিউটি আক্তারর মুখ সহ সারাদেহ ঢেলে দিলে সাথে সাথে বিউটি আক্তারর মুখ সহ সারাদেহ ঝলসে যায়।

পর ভুক্তভাগীর ডাক চিৎকারে আশপাশের লােকজন ছুটে আসলে বিউটির স্বামী মাসুদ পালিয় যায়।পরে লােকজন বিউটি আক্তারকেে সারাদেহ ঝলসানাে ও ফুসকা পড়া অবস্থায় উদ্ধার করে ভুক্তভাগীর বড় ভাই হাসান মালস্নার তাকে সফিপুর তানহা হাসপাতাল নিয়ে যায়। পর কর্তব্যরত ডাক্তার তার আশংকাজনক অবস্থা দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইন্সটিটিউট পাঠায়।

এ ঘটনায় ভুক্তভােগীর ভাই হাসান বাদী হয়ে কালিয়াকৈর থানায় সোমবার রাতে (১৬মে) নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত(ওসি) আবুল বাশার জানান,এ ঘটনায় একটি মামলা হয়েছে।অভিযুক্ত মাসুদ সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে।