ArabicBengaliEnglishHindi

কোরবানির ঈদে থাইল্যান্ডে থাকবেন ফারিয়া


প্রকাশের সময় : জুন ২১, ২০২২, ৭:১৭ অপরাহ্ন / ৫৬
কোরবানির ঈদে থাইল্যান্ডে থাকবেন ফারিয়া

শোবিজ ডেস্ক ->>
দেশেই পরিচিতদের সঙ্গে ঈদের মুহূর্ত কাটাতে অভ্যস্ত ‘পটাকা গার্ল’ নুসরাত ফারিয়া। তবে এবার তা হচ্ছে না। যাচ্ছেন থাইল্যান্ডে। সেখানেই কোরবানির ঈদ কাটাবেন তিনি। জানালেন যাওয়ার কারণটাও।

আর সেটা হলো- বিবাহ অভিযান। না, নিজের জন্য নয়। বিয়ের এ অভিযানটা হবে সিনেমার জন্য। ২০১৯ সালে টলিউডে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল ‘বিবাহ অভিযান ২’ নির্মাণ হচ্ছে।

সেটার কাজই হবে থাইল্যান্ডে। এই নায়িকা বলেন, ‘ছবিটির কাজ অনেক আগেই শুরু হয়েছে। আমি ইতোমধ্যে একবার থাইল্যান্ড ঘুরে এসেছি। আবার যেতে হচ্ছে। ঈদের মধ্যেও কাজ হবে সেখানে।’ সিনেমায় নতুন পরিচালক বাদে আগের সবাই আছেন।

দ্বিতীয় কিস্তিটি করছেন সায়ন্তন ঘোষাল। এদিকে, ঈদে টেলিভিশনেও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অভিনয় করেছেন ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে।

আর সিনে পর্দার জন্য দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। কাজ করেছেন কলকাতায় ‘রকস্টার’ সিনেমাতেও।