সোহানুর রহমান সোহাগ ->>
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলো দরিদ্র ৩ শতাধিক পরিবার। প্রধানমন্ত্রীর কথা ছিলো দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না সেই লক্ষ্যে জমির মালিকানা সহ পাকা ঘর পেলেন ৩১৮টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্প, গুচ্ছগ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তিন সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকারের খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে। যার মধ্যে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে ১০০ টি, ফুলছড়ি ইউনিয়নে ৫১ টি, এরেন্ডাবাড়ী ইউনিয়নে ১১৮টি, ফজলুপুর ইউনিয়নে ৪৯টি ঘর নির্মাণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কলের মাধ্যমে ঘর হস্তান্তর কাজের উদ্বোধনের পর উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এই ৩১৮টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান আঞ্জুমনোআরা বেগম (মেরি), উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা ফুলছড়িতে স্থায়ী ঠিকানা পেলো ৩১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান “দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এমন নির্দেশনা বাস্তবায়নে জমির মালিকানা সহ পাকা ঘর পেলেন ৩১৮টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্প, গুচ্ছগ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তিন সংস্থা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকারের খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে। এরই অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে ১০০ টি, ফুলছড়ি ইউনিয়নে ৫১ টি, এরেন্ডাবাড়ী ইউনিয়নে ১১৮টি, ফজলুপুর ইউনিয়নে ৪৯টি ঘর নির্মাণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনের পর পরেই ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান আঞ্জুমনোআরা বেগম মেরি, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান শামীম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল সোবহান, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, কালির বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের ইঞ্জিনিয়ার সোহেল রানা, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা,ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।
আপনার মতামত লিখুন :