ArabicBengaliEnglishHindi

গাইবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২২, ১০:৫১ অপরাহ্ন / ১২৪
গাইবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি ->>
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এর চালক মজনু মিয়া (৫০) নিহত হয়েছেন।

 

 

বুধবার (১০ আগস্ট) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোর ৪টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকটি গোবিন্দাগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক মজনু মিয়া ছিটকে গিয়ে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা পাথরের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।