ArabicBengaliEnglishHindi

গাইবান্ধায় বঙ্গবন্ধু সৃজনশীল অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২২, ৬:৫২ অপরাহ্ন / ৭১
গাইবান্ধায় বঙ্গবন্ধু সৃজনশীল অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধায় বঙ্গবন্ধু সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোমবার সকালে জাতীয় পুরুষ্কার বিতরণ করা হয়।

শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১ টি বিষয়ে ৯১জনকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির।

আরো বক্তব্য রাখেন -উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, সিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবু ইউসুফ, সরকারি বালিকা প্রধান শিক্ষক সুশান্ত কুমার সহ অনেকে। এক প্রশ্নের জবাবে সারোয়ার কবির বলেন- শিক্ষাই জাতির মেরুদণ্ড।

যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় পুরস্কার বিতরণ আয়োজন করা হয়েছে যাতে উদ্বুদ্ধ হয়ে আরো ভাল কিছু করবেন।সকলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন তিনি।