কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিচালক মহোদয়ের নির্দেশে গাজীপুরে অবস্থিত বিভিন্ন রিসোর্টে অবৈধভাবে প্রদর্শিত বন্যপ্রাণীর সন্ধানে তিন দিনের একটা তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শ্রীপুর এর স্বনামধন্য “সারা রিসোর্ট” এ তদন্ত চলাকালে ০২টি মায়া হরিণ জব্দ করা হয়।
রিসোর্ট কর্তৃপক্ষ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ সম্পর্কে অবগত ছিলেন না মর্মে দোষ স্বীকার করেন এবং রিসোর্ট টিকে ভবিষ্যতে দেশীয় বন্যপ্রাণী মুক্ত রাখবেন বলে বনপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে অঙ্গীকারনামা প্রদান করেন।
মায়া হরিণ ০২ টি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুরের নিকট হস্তান্তর করা হয়েছে।
নার্গিস সুলতানা, বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সাদেকুল ইসলাম, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা এবং ঢাকা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান।
এই অভিযানে সার্বক্ষণিক দিক নির্দেশনা প্রদান করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জনাব এ এস এম জহির উদ্দিন আকন। তিনি বলেন পর্যায়ক্রমে সারা বাংলাদেশ হতে এ ধরণের রিসোর্টে যারা বন্যপ্রাণী অবৈধভাবে আটক রেখে প্রদর্শণ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :