ArabicBengaliEnglishHindi

গোবিন্দগঞ্জের সকল সাংবাদিক’কে আমরা চালাই,বালু-দস্যু মুসা


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৯:৫৩ অপরাহ্ন / ৭৭
গোবিন্দগঞ্জের সকল সাংবাদিক’কে আমরা চালাই,বালু-দস্যু মুসা

গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর কাটাখালী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলোন করছে একদল বালু দস্যু।
নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলোনের বিস্তারিত জানতে গেলে সাংবাদিকে হুমকি দিয়ে বলা হয় আমরা গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিকদেরকে চালাই।
এতে সাংবাদিকের সমাজের অবমাননাকর তথ্যের প্রমান স্বরুপ ভিডিও করতে গেলে মুসা(২৬) নামের বালু ব্যবসায়ী মোস্তাফা মিয়ার ছেলে সাংবাদিকদের হাত থেকে মোবাইল কেড়ে নেয় এবং হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মূসা কে তার সহযোগী দের আসামী করে ভিডিও এর ভিত্তিতে জিডি দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপারকে অবগত করা হলে তিনি বাংলাদেশ ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম এর সভাপতি কে আশ্বস্থ করে জানান, ‘চিন্তা করবেন না, আমি ব্যবস্থা গ্রহন করছি’

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াজ উদ্দিন জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশ আমরা পেয়েছি, আমরা ঘটনাস্থলে অভিযান চালাবো’

সর্বোপরি স্পর্ধামূলক বক্তব্য ও সাংবাদিক কে হত্যা করার হুমকি প্রদানের জন্য সাংবাদিক নেতারা উক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।