গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছে।
আজ বুধবার সকালে এ দুর্ঘনাটি ঘটে। প্রত্যক্ষ সুত্রে জানাযায়, ভ্যানচলক যথারিতি তার নিজ সাইট দিয়ে ভ্যানে মালামাল সহ যাচ্ছিলেন হঠাৎ ঢাকা থেকে ছেরে আসা বেপরোয়া দ্রুতগামী একটি ট্রাক তার উপরে তুলেদেয় ফলে ভ্যান চালকের মাঝার উপরদিয়ে গাড়ীর পিছনের চাকা যায়।
ভ্যান চালকের মাঝা থেকে নিচের অংশ ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। জানাযায়,ভ্যান চালক সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মজিদুল (৩৫)। ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন।
আপনার মতামত লিখুন :