ArabicBengaliEnglishHindi

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলাৎকারে শিকার, থানায় মামলা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২২, ৯:২৫ অপরাহ্ন / ৭৪
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলাৎকারে শিকার, থানায় মামলা

জেলা প্রতিনিধি নীলফামারী ->>
নীলফামারীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাসুদ রহমান মাসুম(২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

রবিবার সকালে মামলাটি করেন নির্যাতিতা শিশুটির চাচা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মাসুম। নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের দুবাছড়ি গ্রামে এই ঘটনা ঘটে পহেলা সেপ্টেম্বর দুপুরে।

মামলা সুত্র জানায়, ঘটনার দিন দুপুর বারটার দিকে স্কুলে যাওয়ার সময় কৌশলে ওই ছাত্রকে বাড়ির পাশে বাঁশঝাড়ে ডেকে নেন মাসুম। এ সময় বলাৎকার করে সে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। বিষয়টি বাড়িতে গিয়ে অবিভাবকদের জানালে পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকী দেন মাসুম।

অসুস্থ্য অবস্থায় ওই ছেলেকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন ছেলেটির চাচা।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) আব্দুর রহিম জানান, ছেলেটির চিকিৎসা চলছে এখোনো। আমরা ঘটনা সংশ্লিষ্ঠ সত্যতা পেয়েছি শিশুটির কাছ থেকে।

মামলার বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ বলেন, আসামী ধরতে অভিযান শুরু হয়েছে। দ্রæত তাকে গ্রেফতার করা সম্ভব হবে।