চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ->>
প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে চিরিরবন্দরে দিনব্যাপী প্রশিহ্মণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে কর্মশালায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সংখ্যালঘু জনগোষ্ঠির প্রতিনিধি, ঈমাম, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠির প্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন :