ArabicBengaliEnglishHindi

চিড়িয়াখানা রোডে অবৈধ পার্কিং,দেখার কেউ নেই


প্রকাশের সময় : জুলাই ৩, ২০২২, ৮:৫৫ অপরাহ্ন / ৯৯
চিড়িয়াখানা রোডে অবৈধ পার্কিং,দেখার কেউ নেই

এস এম জীবন ->>
রাজধানীর মিরপুরের ব্যাস্ততম সড়ক মিরপুর চিড়িয়াখানা রোড যা বিনোদন প্রেমী লোকজনদের আনাগোনায় মুখরিত থাকে প্রতিদিন। তবে জ্যামজটের কারনে বসে থাকতে হয় রাস্তায় অনেক বেশী বিনোদন প্রেমীদের।

এই রাস্তার জ্যামজটের কারন হিসেবে অধিকাংশ লোকজনেই মনে করছেন রাস্তার দু পাশে অবৈধ পার্কিং, শুধু পার্কিং না আছে ডেন্টিং পেন্টিং এমনকি বাইক ওয়াসের মত ব্যাবসাও তবে এদিকে কোন খেয়াল করেনা এই এলাকার জানজট নিরসনে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জনাব মাসুদ।

সরেজমিনে গিয়ে দেখা যায় লক্কর জক্কর গাড়ী মেরামতে কারখানায় পরিনিত হয়েছে সনি সিনেমা হলের উত্তর পাশ থেক শুরু রেন্ট এ কার ব্যাবসা আনুমানিক ৬০/৭০ টি হাইয়েজ গাড়ি ও মাইক্রো,এর পর থেকে বাইক ওয়াস, তারপর ডেন্টিন পেন্টিন শুরু যা শেষ হয়েছে চিরিয়াখানার গেট অবদি,।

এত ব্যস্ততম রাস্তার দুপাশে সাজানো গাড়ি ও পার্কিং থাকলে জ্যামজট তো থাকবেই, তবে কিছু ব্যাবসায়ীদের সাথে দৈনিক জনতার বাংলার প্রতিবেদক জানতে চান ব্যস্ততম এই সড়কে কিভাবে রাস্তার অর্ধেক আটকে ও ফুটপাত বন্ধ করে ব্যাবসা করছেন, উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন আমরা এমনিতে তো রাস্তা দখল করে ব্যাবসা করতে পারিনা ব্যাবসা করতে হয় সার্জেন্ট পুলিশকে মেনেজ করেই,প্রতিবেদক বলেন কোন পুলিশ বা সার্জেন্টকে মেনেজ করেন এবং কিভাবে।

তখন উত্তরে বলেন টিআই স্যারকে মেনেজ করে, কত টাকা দেন প্রশ্ন করলে বলেন প্রতি ব্যাবসা ঘরের জন্য ১০০০/২০০০ টাকা মাসিক ও সাপ্তাহিক হিসেবে গুনতে হয় যা মাস শেষে অনেক টাকা দারায়।

এখন প্রশ্ন হলো রাস্তাও কি ব্যাবসার জায়গায় পরিনিত করেছেন টিআই মাসুদ। টিআই মাসুদের আর কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আসছি আগামী সংখ্যায়