ArabicBengaliEnglishHindi

জামালপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ন / ৪০৭
জামালপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধি –

“শীতার্ত মানুষের পাশে এমটিবি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুর সদর পৌরসভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) জামালপুর সদর পৌরসভা কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

এ সময় মির্জা আজম এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে। শুধু জামালপুর পৌরসভায় নয় এ জেলায় প্রতিটি অসহায়, খেটে খাওয়া মানুষের কল্যাণে বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ সরকার সহযোগিতা করে যাচ্ছে। তিনি দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন জামালপুর পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মালেক, জামালপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।