ArabicBengaliEnglishHindi

জীবন মানেই সংগ্রাম -মোঃ ইসমাঈল


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২২, ৮:২১ অপরাহ্ন / ২৫৩
জীবন মানেই সংগ্রাম -মোঃ ইসমাঈল

জীবন মানেই সংগ্রাম
-মোঃ ইসমাঈল

জীবন মানেই তো একটি রোমাঞ্চকর সত্তা,
যেখানে প্রতিটি মুহূর্ত,
বাঁচতে হয় নিজেকে অভিনয় করে–
জীবন মানেই তো ভাবতে হবে যে,
দুনিয়াতে অতীত এবং ভবিষ্যৎ বলতে কিছু নেই
যাহা কিছু আছে তা কেবল সবটাই বর্তমান।

জীবন মানেই তো লড়াই এবং সংগ্রাম,
যেখানে নিজেকে হতে হয় বীর যোদ্ধা–
প্রতিটি স্তরেই লড়ে যেতে হয় নিজেকে।
সংগ্রাম করে নিজের অবস্থান নিজেকেই তৈরি করতে হয়,
জীবনের অন্তিম পর্যায়ে গিয়েও যুদ্ধ করে বাঁচতে হয়–
কারন দুনিয়াটা বড়ই নিষ্ঠুর-
না হলে,
সকলের কাছেই হয়ে যাবেন অবহেলার পাত্র।

জীবন এমন এক ছুটে চলা পরিবহন,
যার শুধুই স্টপেজ আছে,
কিন্তু চূড়ান্ত স্টেশন নেই মৃত্যু ছাড়া।

জীবন এমন এক সমীকরণ–
যেখানে ফলাফল শুধু সফলতাই ভাবতে হয়,
কারন ব্যর্থ লোককে কেউ কখনো সঙ্গ দেয়না।

জীবন এমন এক রঙ্গিন অধ্যায়,
যেখানে আপনি প্রতিটি ক্ষেত্রেই দেখতে পাবেন নতুন চমক।
স্বার্থের জন্য মানুষ কি না করতে পারে,
যাকে আপনি টেনে উপরে তুলবেন,
ঠিক সে ই আপনাকে উপর থেকে নিচে ফেলে দিবে।