ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বালাপাড়া ইউনিয়নের রূপাহারা আশ্রয়ন প্রকল্পের পরিবারদের মাঝে গবাদি প্রাণির চিকিৎসা ও প্রতিরোধে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: সাইদুর রহমানের এলডিডি প্রকল্পের প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোছা: জান্নাতুন ফেরদৌসী, এলএফএ মোছা: রাবেয়া সুলতানা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: শাহিনুর রহমান, ভিএফএ খোকন চন্দ্র রায়, এলএসপি মো: বাদশা সেকেন্দার ভুট্টু সহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী।
ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্পে গরু, ছাগল, হাঁস-মুরগীদের ভ্যাকসিন ও ঔষুধ বিতরণ করা হয়। প্রাণি সম্পদ কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন বেশি বেশি করে গবাদি পশু-পাখি পালন করে নিজের সংসারকে সাবলম্বি করে তুলুন এবং দুধ-ডিম নিজে খান ও দেশের আমিষের চাহিদা পূরণে সহযোগিতা করুন।
আপনার মতামত লিখুন :