রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>
জ্বালানী তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিমলা শাখার বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে ডিমলা স্মৃতি অম্লান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় বাসদ মার্কসবাদী উপজেলা শাখার সহ-সভাপতি চিত্তরঞ্জন রায়ের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শাখার গণতান্ত্রিক পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মজিদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির উপজেলা শাখার সভাপতি মো: মাহাবুব ইসলাম, সাধারন সম্পাদক ডাঃ গোপাল চন্দ্র রায়, বাসদ মার্কসবাদী উপজেলা শাখার সভাপতি মো: ইউনুছ আলী, সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শ্রীঃ রমেশ সিংহ রায় প্রমুখ।
এ সময় বক্তারা দৈনিক জনতার বাংলা কে বলেন, বিগত দিনে দফায় দফায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে।জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দিয়েছে। তেলের মূল্য বৃদ্ধির কারনে দেশের সব ধরনের সেবা সাধারন মানুষের নাগালের বাহিরে চলে গেছে।
অনবিলম্বে জ্বালানী তেল সহ সকল ধরনের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। অন্যথায় জনগনকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
আপনার মতামত লিখুন :