ArabicBengaliEnglishHindi

দেশবরেণ্য ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমার জন্মদিন আজ


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২২, ১১:৩৩ অপরাহ্ন / ৯৬১
দেশবরেণ্য ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমার জন্মদিন আজ

রিফাত রাহুল খাঁন ->>
দেশবরেণ্য ফ্যাশন কোরিওগ্রাফার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল সৈয়দ রুমা বাংলাদেশের ফ্যাশন জগতের এক অনন্য নাম৷ তাকে ফ্যাশন জগতের আইকনও বলা হয়৷

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

আজ তার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে সৈয়দ রুমা দৈনিক জনতার বাংলা কে জানান; ” জন্মদিন প্রতিটি মানুষের জীবনে বিশেষ একটি দিন। দিনটি নিজের মত করেই কাটাতে চাই।

অসংখ্য ভক্তদের ভালোবাসায়.. নিজের কাজের মাঝে বেঁচে থাকতে চাই।দীর্ঘ দুই যুগের বেশি সময়ে ধরে ফ্যাশন জগতে অত্যন্ত সততার সাথে কাজ করে যাচ্ছেন আপন মহিয়ায়৷

কাজের স্বীকৃত স্বরূপ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া তিনি তার অনলাইন ফ্যাশন শপ “আর বাই রুমা” নিয়েও ব্যস্ততায় কাটছে। জন্মদিনে তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী৷

দেশবরেণ্য ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমার জন্মদিনে দৈনিক জনতার বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।