ArabicBengaliEnglishHindi

দেশের প্রেক্ষাগৃহে কলকাতার নায়িকা‌দের হিরিক


প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ৭:২৪ অপরাহ্ন / ৫৭
দেশের প্রেক্ষাগৃহে কলকাতার নায়িকা‌দের হিরিক

শোবিজ ডেস্ক ->>
দেশের অভিনেতা-অভিনেত্রীরা যেমন কলকাতার সিনেমায় নিয়মিত কাজ করছেন তেমনি ওপার বাংলার তারকারও ঢাকাই সিনেমায় অভিনয় করছেন।

সম্প্রতি বনি সেনগুপ্ত, কৌশানি, শ্রাবন্তী চ্যাটার্জী, পার্নো মিত্রসহ বেশ কয়েকজন তারকা একাধিক ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছেন।

সেই তালিকায় থাকা শ্রাবন্তী চ্যাটার্জীর ‘বিক্ষোভ’ সিনেমাটি গত শুক্রবার দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শ্রাবন্তীর সঙ্গে এতে অভিনয় করেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিমের খানের পুত্র শান্ত খান।

এছাড়া আরও অভিনয় করেছেন রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য একটি ভিডিওবার্তা দিয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশে আমার সিনেমা মুক্তি পাচ্ছে।

এজন্য আমি আনন্দিত। ইচ্ছে ছিল সিনেমাটির মুক্তির সময় বাংলাদেশে থাকব। কিন্তু অন্য সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে অবস্হান করায় সেটা হয়নি। আশা করি, সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।

এদিকে চলতি বছরই মুক্তির কথা চলছে ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বিলডাকিনী’র। নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প নির্মিত এই সিনেমাটি ঘিরে শুরু থেকেই বেশ আলোচনা রয়েছে। শুধু সিনেমাটির গল্প নয়, এতে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র ও দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ কমিরে অভিনয় ঘিরেও রয়ে বাড়তি কৌতুহল। এরইমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট পোডাকশনের কাজ চলছে।

এমন অবস্হা ছবিটি মুক্তির কথাও জানালেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। চলতি বছরই ‘বিলডাকিনী’ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে। এ প্রসঙ্গে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, ‘বিলডাকিনী সিনেমার শুটিং অনেক আগে শেষ হয়েছে।

এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে। আশা করছি, আসছে নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই লক্ষ্যে আমাদের পরিকল্পনা এগুচ্ছে।’ উল্লেখ্য, কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমাটির চিত্রনাট্য।

এতে মোশাররফ-পার্নো ছাড়া আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জল, সম্রাট, ফারুকসহ অনেকে।