কুষ্টিয়া প্রতিনিধি ->>
কুষ্টিয়া ১ আসনের, দৌলতপুর উপজেলার সংসদ সদস্য মাননীয় এমপি আ ক ম সরোয়ার জাহান বাদশা,এবং কুষ্টিয়া জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলার চেয়ারম্যান, এজ্যাজ আহাম্মেদ মামুন বিশ্বাসকে আজ বিকেল ৪ টার সময় একরাশ ফুল দিয়ে দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের জাতীয় দলের সাবেক ছাত্র লীগের নেতা মোঃ মজিদ আলী ও রিফাইতপুরের ইউনিয়নের সর্বসাধারণ জণগণ একত্রে আওয়ামী লীগের আনচলিক কার্যলয়ে গণসংবর্ধনা জানান।
আপনার মতামত লিখুন :