ArabicBengaliEnglishHindi

নওগাঁর ধামইরহাটে মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৭:০০ অপরাহ্ন / ৮৫
নওগাঁর ধামইরহাটে মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ->>
নওগাঁর ধামইরহাটে সিয়াম হোসেন নামের এগারো বছর বয়সী এক হাফেজিয়া মাদরাসা ছাত্রের গলায় ফাঁশ লাগানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত কাজীপুর সরদারপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সিয়াম একই এলাকার মো. আলমগীর কবিরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান।

তিনি আরো জানান, ঘটনার দিন সকালের খাবার খেয়ে বাড়ি থেকে মাদরাসা যাবার কথা বলে বের হয়। পরে ওই মাদরাসার পেছনের একটি আম বাগানের সহিত গলায় ফাঁশ লাগানো মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মায়ের উপরে অভিমান করে আত্মহত্যা করেছে।

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।