ArabicBengaliEnglishHindi

নড়াইল-২ আসনে জনপ্রিয় মুখ লায়ন নূর ইসলাম


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন / ৪০৫
নড়াইল-২ আসনে জনপ্রিয় মুখ লায়ন নূর ইসলাম

নিজস্ব প্রতিবেদক ->>
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ কে সামনে রেখে জমে উঠেছে নড়াইল ২ লোহাগড়া আসনের প্রচারনার প্রচারণা। লক্ষ্যবস্তু একটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ লোহাগড়া আসন থেকে নির্বাচন করবেন যারা এবং ইতোমধ্যে নড়াইল ২ আসনের যে সমস্ত প্রতিযোগীদর নাম শোনা যায় তাদের মধ্যে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো: নূর ইসলাম। ইতিমধ্যে নড়াইল ২ লোহাগড়া নির্বাচনী এলাকার অলিতে-গলিতে রঙিন পোস্টার, ফেস্টুন ও ব্যানারে সুসজ্জিত হয়েছে এই দৃষ্টিনন্দন সাজসজ্জা মনে হচ্ছে নড়াইল ২ লোহাগড়া আসন নতুন এক দিগন্তের দিকে।

দিনরাত বিরামহীন প্রচার প্রচারণার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাংবাদিকদের অভিভাবক, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান, ভোক্তা স্যাটেলাইট (প্রক্রিয়াধিন) টেলিভিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ঔষধ কোম্পানির ঔষধ বিক্রয় প্রতিনিধিদের সবচেয়ে বড় সংগঠন (ফারিয়া) এর উপদেষ্টা। তিনি নড়াইল -২ লোহাগড়া আসনকে সন্ত্রাস, দুর্নীতি,ভূমিদস্যু ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেন এবং প্রবীণ ও ত্যাগী রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে দেয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন বলে জানান। এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করে জানা যায় নেতৃত্বের পরিবর্তন চায় নড়াইল -২ লোহাগড়া বাসী।

এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো: নূর ইসলামের নিকট মতামত জানতে চাইলে তিনি বলেন,মাশরাফি কে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান করেদিলে একদিকে তার মেধার বিকাশ ঘটবে অপর দিকে নড়াইল ২ আসনটি ফাকা হবে যেমন বন্যেরা বোনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।মূলত যেখানে যার সৌন্দর্য ফুটে ওঠে টাকাটাই উত্তম। তাই একজন মাশরাফি যখন ক্রিকেটকে জয় করে যেভাবে উৎসাহ উদ্দীপনা মানুষের মনে যুগিয়েছে সেখানে মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সম্মানিত জায়গায় রাখলে ক্রীড়াঙ্গন আরো বিকশিত করতে পারবে বলে আমি মনে করি। মাশরাফি শুধু নড়াইলের গর্ব নয়, বাংলাদেশের গর্ব।

তাকে এ সমস্ত জায়গা রেখে সমালোচনার মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। তিনি আরো বলেন নড়াইলে যারা বাংলাদেশ আওয়ামী রাজনীতি করেন, আজ তারা অনেকে রাজনীতির বাইরে চলে গেছেন আবার কেউ চলে যাওয়ার পথে এমনটা শুধু তাদেরকে দলীয় মূল্যায়ন হীনতার কারণে। তিনি আশা করেন ত্যাগী নেতাদের মধ্য থেকে মনোনয়ন দিলে রাজনীতিবিদদের মধ্যে রাজনীতি ফিরে আসবে ফলে নেতাকর্মীদের মধ্যে ও প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে এবং দলের অবস্থান ও মজবুত হবে। দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ দুষ্ট এই নেতা দলীয় মনোনয়নের ক্ষেত্র পূর্ণ আশাবাদী বলে জানান।