ArabicBengaliEnglishHindi

নরসিংদীতে করোনা সংক্রমণ একদিনেই শনাক্ত ২০


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২২, ৫:২১ অপরাহ্ন / ৬৬৯
নরসিংদীতে করোনা সংক্রমণ একদিনেই শনাক্ত ২০

নরসিংদী জেলা প্রতিনিধি->>

নরসিংদীতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষায় আরও ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ শনাক্তে হার ১২.৬১ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১৭ জন, পলাশ উপজেলার ২ জন ও শিবপুর উপজেলার ১ জন।

আজ রবিবার (১৬ জানুয়ারি) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নুরল ইসলাম এ তথ্য জানান।নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ১১ হাজার ৫১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ৬ হাজার ১৮৭ জন, রায়পুরা উপজেলার ৬১৭ জন, বেলাব উপজেলার ৭৩৭ জন, মনোহরদী উপজেলার ৮৯৭ জন, শিবপুর উপজেলার ১ হাজার ৪১৬ জন ও পলাশ উপজেলার ১ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে আজ পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১১ হাজার ৩১৭ জন।

এ পর্যন্ত মৃত্যু হওয়া ৯০ জন করোনা রোগীর মধ্যে নরসিংদী সদর উপজেলার ৪০ জন, রায়পুরা উপজেলার ৯ জন, বেলাব উপজেলার ৯ জন, মনোহরদী উপজেলার ১১ জন, শিবপুর উপজেলার ৯ জন ও পলাশ উপজেলার ১২ জন।