বিনোদন প্রতিবেদক ->>
শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে যেন গুঞ্জনের শেষ নেই। কাজের পাশাপাশি তারকাদের ব্যক্তি জীবন নিয়ে ভক্ত-দর্শকদের আগ্রহও থাকে অনেক বেশি। আর সে কারণে গুঞ্জন হয়ে খবরের শিরোনামে আসে অনেক তারকাশিল্পীদের নাম।
শিশুশিল্পী থেকে নায়িকা হওয়ার পর প্রার্থনা ফারদিন দীঘির বেলাও এমন ঘটনা ঘটেছে বহুবার। মাঝে তো শোবিজে কথা রটে তিনি বিয়ে করেছেন! যদিও পরবর্তীতে বিষয়টি গুঞ্জন হয়েই রয়ে গেছে সবার কাছে। সম্প্রতি দীঘি নিজেই এক সাক্ষাৎকারে কথা বলেছেন তার প্রেমের গুঞ্জন নিয়ে।
এই চিত্রনায়িকার ভাষ্য, ‘নায়িকাদের গুঞ্জন থাকাটাই স্বাভাবিক। আমাকে নিয়ে যতবার কথা উঠেছে আমি বলেছি, গুঞ্জন থাকবে, গুঞ্জন থাকুক এতে আমার কোনো সমস্যা নেই। তবে যখন এমন কিছু হবে তখন আমি নিজেই জানাবো। যাই হোক, গুঞ্জন শুনে যারা সুখী তারা গুঞ্জন নিয়েই থাকুক। সত্যিটা বিশ্বাস করা লাগবে না।
দীঘি সবচেয়ে কাছের বন্ধু তার বাবা সুব্রত। এ প্রসঙ্গে চাচ্চু ’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমার বাবাই আমার বেস্ট ফ্রেন্ড। কারণ এই মানুষটা সঙ্গে আমার কথা না বললে, আমার ঘুম হয় না। এই মানুষটার সঙ্গে দিনে এক ঘণ্টা দেখা করাও আমার জন্য ওষুধের মতো।
আলোচনার এক পর্যায়ে দীঘি জানান, বাবার মতো জীবনসঙ্গী চান তিনি। কারণ তার বাবা সত্যি অনেক ভালো মনের একজন মানুষ।
আপনার মতামত লিখুন :