হাসানুর রশিদ ->>
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মাইজদী সোনাপুর সড়কে বেপরোয়া গতিতে আসা হিমাচল পরিবহন একটি বাসের ধাক্কায় ঝরে গেল সাফিয়া খাতুন (৩০) এর জীবন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পথচারী ওই নারীর সম্পন্ন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১২:৩০ টার সময়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চৌমুহনী-মাইজদী সড়কে সোনাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এ সময় ওই নারী পথচারী রাস্তা পার হওয়ার সময়। জয়নাল আবদীন মেমোরিয়াল স্কুলের সামনে। তাকে বাসটি ধাক্কা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক জানান দুর্ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আমাদের নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :