ArabicBengaliEnglishHindi

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন / ৬২
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৮-১১-২০২৪ ইং তারিখে দৈনিক জনতার বাংলা পত্রিকার প্রথম পাতায় তিন কলামে “নন্দী পাড়া ভুমি অফিসে কে ওই হালিম?” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে প্রকাশিত হয় হালিম দীর্ঘদিন যাবৎ ভুমি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে দালালী সহ বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ করে আসছে এমনকি হালিম নাকি মাষ্টাররুলে চাকরি করে, আবার বলা হয়েছে ভুমি অফিসারদের সাথে হালিমের খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু কিছু কুচক্রী মহল আমাকে হেওপতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদটি প্রকাশ করায়, আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এই মিথ্য সংবাদ প্রকাশিত হয়েছে। আমি কোন গুন্ডাপান্ডা বা কোন সাংবাদিক নিয়ে কাউকে কোন প্রকার হুমকী-ধামকী প্রদান করি নাই। তাই এই মিথ্য সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

(মোঃ হালিম)