আশরাফুল আলম ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
‘‘কমিউনিটি পুলিশংয়ের মূল মন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টায় অতিরিক্ত পুলিশ সুপার(ফুলবাড়ী সার্কেল) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী,প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকে মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম. উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান,প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইসার উদ্দিনসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগন,উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিউনিটি পুলিশিং এর সদস্য,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :