ArabicBengaliEnglishHindi

ফুলবাড়ীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পলিত


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২২, ৬:৫৪ অপরাহ্ন / ২৮৯
ফুলবাড়ীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পলিত

আশরাফুল আলম ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা সকল সমবায়ীদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের কারা হয়। র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী সমবায় পতাকা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা ইনডোর স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,কাজিহাল ইউনিয়ন চেয়ারম্যান মানিক রতন,খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এনামুল হক।

এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, বেদদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, উপজেলার সকল সমবায় সমিতির সদস্যগন.প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।