ArabicBengaliEnglishHindi

বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে অন্যের জমিতে শাহীন হাওলাদারের অবৈধ বায়না সাইনবোর্ড স্থাপন


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন / ২৩২
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে অন্যের জমিতে শাহীন হাওলাদারের অবৈধ বায়না সাইনবোর্ড স্থাপন

নিজস্ব সংবাদদাতা ->>
পাদ্রীশিবপুর তহশিল অফিসের সামনে রাস্তার বাম পাশে আড়াইবেকী মৌজায় মরহুম মাহাবুবুর রহমান সিদ্দিকী (মহিব্বর) মৃত্যুর পূর্বে তাহার দুই মেয়ের নামে হেবা করে ৪৫১ এবং ৪৫২ দাগে ৯১ শতাংশ জমি ২০১০ সালে চৌহদ্দি সহকারে বুঝিয়ে দেন যাহা ইতিপূর্বেই অনলাইনে নিবন্ধিত। উল্লেখ্য তাহার জীবিতকালীন সময়ে তাহার ভরণপোষণ, চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার দুই মেয়ে বহন করতেন। পাদ্রীশিবপুর মার্কেটের বাসিন্দা মোঃ শাহীন হাওলাদার নামে এক ব্যক্তি উক্ত দাগে একটি বায়না সাইনবোর্ড স্থাপন করেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।