ArabicBengaliEnglishHindi

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় জায়গা করে নিয়েছে নেইমারের ভিডিও


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ৮:১৭ অপরাহ্ন / ৬৮
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় জায়গা করে নিয়েছে নেইমারের ভিডিও

ক্রীরা প্রতিবেদক ->>
নেইমারের প্রতিষ্ঠিত দাতব্য শিশু ফাউন্ডেশনে গিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন তারকা ফুটবলার। আর সেই ভিডিওটি জায়গা করে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায়।

আগামী রোববার শুরু হবে ভোটযুদ্ধ। এর চারদিন আগে নেইমার ভিডিওটি পোস্ট করেন, সংক্ষিপ্ত বক্তব্যে অবশ্য জানিয়ে দেন রাজনীতিতে নাম লিখতে চান না তিনি।

কিন্তু নেইমারের ওই ছোট্ট একটি কথা বোলসোনারোর ক্যাম্পকে নির্বাচনী প্রচারণায় ভিডিওটির ব্যবহার বন্ধ করাতে পারেনি। এবারের ভোটে ডানপন্থি এই রাজনৈতিক দলটির প্রতিদ্বন্দ্বী বামপন্থি সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও।

ইনস্টাগ্রামে ৩০ বছর বয়সী নেইমার বলেন, ‘হ্যালো প্রেসিডেন্ট বোলসোনারো… আমাদের এখানে বর্ণাঢ্য পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ।’ বোলসোনারোর সঙ্গে দেখা করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন তিনি, ‘ওখানে আপনার সঙ্গে থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি অনেক দূরে। আমি আশা করি আপনি প্রতিষ্ঠানে পরিদর্শন উপভোগ করেছেন, যেটা আমার জীবনের বড় লক্ষ্য।’

যোগাযোগমন্ত্রী ফ্যাবিও ফারিয়া ও বোলসোনারোর সিনেটর পুত্র ফ্লাভিও সঙ্গে সঙ্গে ওই ভিডিও টুইটারে রিপোস্ট করেন। এমনকি বোলসোনারোর সমর্থকরা তাকে সমর্থনের প্রতীক হিসেবে জাতীয় পতাকার পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের হলুদ-সবুজ জার্সিও ব্যবহার করছে।

নিজের শৈশবের শহর প্রায় গ্রান্দেতে ২০১৪ সালে ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’ নামে এই দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন ব্রাজিলিয়ান তারকা। দক্ষিণপূর্বাঞ্চলের এই শহরের তিন হাজার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি।