ArabicBengaliEnglishHindi

মধুমতি এক্সপ্রেসে লায়ন নূর ইসলাম’র ব্যাপক গণসংযোগ


প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন / ৩৭৭
মধুমতি এক্সপ্রেসে লায়ন নূর ইসলাম’র ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক ->>
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মিডিয়া কোটায় লায়ন নূর ইসলাম নমিনেশন প্রার্থী।

রাজনীতি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেয়া যথার্থ। লায়ন নূর ইসলাম একজন সফল রাজনীতিবীদ এবং সাংবাদিক। “হয়ত নমিনেশন না হয় স্বতন্ত্র” এই মূলমন্ত্র নিয়ে তিনি নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে ৬ মাস থেকে ঘুরে বেড়াচ্ছেন।

তিনি আশাবাদী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে অবহেলিত নড়াইলকে উন্নয়নের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।