ArabicBengaliEnglishHindi

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গারুড়িয়ায় বিক্ষোভ সমাবেশ


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৯:৫৭ অপরাহ্ন / ২৬৯
মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গারুড়িয়ায় বিক্ষোভ সমাবেশ

মশিউর রহমান প্রিন্স ->>
ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সাঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের স্থানীয় ধর্মপ্রান মুসল্লীরা বিক্ষোভ মিছিল করেন।

শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের শেষে বাকেরগঞ্জ-গবিন্দপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। আনসারুজ্জামান শেরখানী বুলবুলে বাংলাদেশ এর নেতৃত্বে নুরুল ইসলাম সরদার এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিরা। উদ্যোগে মুসলমান সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে উদ্দেশ্য করে ভারতের বিজেপি নেতাদের দেওয়া বক্তব্যের বিরুদ্ধে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মুসল্লীরা।

এ সময় বক্তারা বলেন, আমরা মনে করি, ভারতের কোনো একক গোষ্ঠী মহানবী (সাঃ) কে কটূক্তি করেনি, বরং এখানে ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে। এ ধরণের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী আচারণ করেই যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি। একইসাথে অসাম্প্রদায়িকতা বজায় রেখে ভারতে মুসলিমদের শান্তি-শৃঙ্খলভাবে বসবাস করার আহ্বানও জানান তারা।

তারা আরো বলেন, সকল মুসলমানদের ভারতীয় পণ্য বর্জন করা উচিত। এ সময় তারা ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য বলেন। সেইসাথে বিজেপির কটুক্তিমূলক বক্তব্য দেওয়া নেতাদের ফাঁসির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল ডিংগারহাট থেকে গনি মার্কেট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে গারুড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ করেন মুসল্লিরা।