ArabicBengaliEnglishHindi

মাদারীপুর দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ আহত


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ১০:৫৬ অপরাহ্ন / ২৬৫
মাদারীপুর দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ আহত

মীর ইমরান,মাদারীপুর ->>

মাদারীপুর পৌরসভার মধ্য খাগদী এলাকার মঙ্গলবার সকালে গাছ কাটা নিয় বিরোধের জেরে দুই পক্ষর মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, মাদারীপুর পুরান শহরের ৯ নং ওয়াডের বাসিন্দা নারায়ন বালা বসতবাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে পানু দাস ও তার ছেলেরা বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

এক পর্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

দু’ গ্রপের কমপক্ষ ১০ জন আহত হয়। মারাত্মক আহত নারায়ন বালা (৩৫) মায়া বালা (২৭), মানিক বালা (৩৫), রনোজিৎ দাস (২৭) পাপ্রি দাস (২২), পানু দাস (৫০) তপন দাস (২৭), স্বপন দাস (২৫) রতন দাস (২২), বাসুদেব দাস (৩৫) মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আহত নারায়ন বালা বলেন, আমার কেনা গাছ, আমি কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা আমার ও আমার স্ত্রী সহ আমার পরিবারর উপর হামলা করে। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয় পানু দাসের ছেলে তপন দাস বলেন, আমরা কোনো হামলা করিনি। ওরাই আমাদর উপর প্রথম হামলা করে। এতে আমরা বাবা সহ ৪ ভাই আহত হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হাসেন বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযাগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।