মোহাম্মদ মাহামুদুল,মালদ্বীপ প্রতিনিধি ->>
সোমবার ৬ সেপ্টেম্বর মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ মুতাসিম আদনান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া দেশের সর্বোচ্চ পর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে । হাইকমিশনের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশীদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়।
এসময়ে হাইকমিশনার বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করেন ।
সাক্ষাত কালে মিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার ফয়সাল উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :