মোঃ সবুজ খান ->>
মির্জাপুর উপজেলার ৬ টি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকার ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি সমর্থিত ৩ জন বিজয়ী হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম।
বুধবার (১৫ ই জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহণ হয়েছে।এছাড়াও কিছু কেন্দ্রে ইভিএম মেশিনের জটিলতায় বিকাল ৪ টার মধ্যে ভোট গ্রহণ শেষ না হলেও ভোট গ্রহণ কার্যক্রম চলতে থাকে।
রাতে ভোট গননা শেষে ৬ ইউপিতে বিজয়ী হলেন যারা,আজগানা ইউনিয়নে নৌকা প্রতীক আব্দুল কাদের সিকদার (১০,২৬৮),বহুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীক আবু সাইদ মিয়া সাদু (৬৬০০),ফতেপুর ইউনিয়নে আব্দুর রৌফ মিয়া (৩৬৩৩),তরফপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক (স্বতন্ত্র) আজিজ রেজা (৫৯০৮),লতিফপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক (স্বতন্ত্র) আলী হোসেন রনি (৪৩২৬),ভাওড়া ইউনিয়নে ঘোড়া প্রতীক (স্বতন্ত্র) মো: মাসুদুর রহমান মাসুদ (৪৫৮৬) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, খুব শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন হয়েছে। খুব বড় ধরনের কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। জনগনের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
আপনার মতামত লিখুন :