ArabicBengaliEnglishHindi

রাজশাহীতে বিজ্ঞাপনে সুটিং করলেন হিরো আলম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২২, ৩:২৪ অপরাহ্ন / ২১৭
রাজশাহীতে বিজ্ঞাপনে সুটিং করলেন হিরো আলম

সৈয়দ আ:হালিম (রাজশাহী )->>

রাজশাহীতে সারভেন্ট বার্ডস প্রতিষ্ঠানের ৪টি বিজ্ঞাপনের কাজে সুটিং করলেন দেশের সুপরিচিত মুখ হিরো আমল। এখানে বিজ্ঞাপনের পরিচালক ছিলেন ইএমপি প্রোডাকশনের এফএ তমাল । হিরো আমল গতকাল শনিবার রাজশাহী ভোদ্রা পদ্মা আবাসিক এলাকায় সারাদিনব্যাপি সুটিং নিয়ে ব্যস্ত থাকেন।

এদিকে তাকে এক ঝলক দেখার জন্য রাজশাহীতে থাকা তার বিভিন্ন অনুসারী ভক্তরা এই পদ্মা আবাসিক এলাকায় ভিড় জমান এবং তার সাথে অনেকেই সেলফি তুলেন। এই সুটিং এর পরিচালক এফএ তমাল দৈনিক জনতার বাংলা কে জানিয়েছেন, হিরো আমল রাজশাহীর পরিবেশে সুট করে অনেক আনন্দ পেয়েছেন এবং এখানে তার এতো অনুসারী প্রেমীভক্ত দেখে অনেক মুগ্ধ হয়েছেন।

পরবর্তীতে রাজশাহীতে কখনো আবার কোনো কাজের সুযোগ পেলে আবারও সে এই রেশম শহরে আসতে চান। এই বিজ্ঞাপনের সুটিং এর আর্কষণ বৃদ্ধি করতে হিরো আলমকে বিভিন্ন আকর্ষণীয় পোশাকে সাজিয়ে তুলেন রাজশাহীর খুবই জনপ্রিয় এক ফ্যাশন হাউস মেক ওভার ফ্যাশন।

তারা প্রতিবারের মতই এবারও পোশাক স্পন্সর দিয়ে তাদের পাশে থেকেছেন।