সৈয়দ আ: হালিম রাজশাহী ->>
রাজশাহী বাগমারার সাংবাদিক আলতাব মন্ডল চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং বিভিন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন পত্রিকায় তার গ্রেফতারের সংবাদ প্রচারের পর তার দ্বারা অত্যাচারিত ও অতিষ্ঠ সাধারণ মানুষ খুশি হয়। উপজলার একডালা, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, বাঁইগাছা ও মচমইল বাজারসহ তাহেরপুর পৌরসভার বিভিন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এছাড়া তার চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ দু’জন কলজ শিক্ষক, এক স্কুল শিক্ষক, কয়েকজন ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের মনের প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করে তার দষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আলতাব মন্ডলের বিরুদ্ধে সম্প্রতি রাজশাহীর আদালতে দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে তার বিরুদ্ধে দ:বি: ৩৮৫/৫০৬ ধারার অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয়েছে মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এর প্রক্ষিতে আলতাব মন্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাগমারা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :