ArabicBengaliEnglishHindi

রাজশাহী মোহনপুরে আঃলীগ সভাপতি ও সম্পাদকের কামরুজ্জামান সমাধীতে পুষ্পস্তবক অর্পণ


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২২, ১০:৩০ অপরাহ্ন / ৮৬
রাজশাহী মোহনপুরে আঃলীগ সভাপতি ও সম্পাদকের কামরুজ্জামান সমাধীতে পুষ্পস্তবক অর্পণ

সৈয়দ আ: হালিম রাজশাহী ->>
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধীতে ১২ মার্চ শনিবার বিকাল ৫ টায় পুষ্পস্তবক অর্পন করেছেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার তপন, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ ,ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন, মৌগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস,বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি হযরত আলি, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহজাহান আলি,মোহনপুর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদসহ অন্যান্য নেতৃবৃন্দরা। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মৌগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার।