ArabicBengaliEnglishHindi

শতভাগ হেলমেট পরিধানে চিরিরবন্দরে বিশেষ অভিযান


প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৫:৫০ অপরাহ্ন / ৮৬
শতভাগ হেলমেট পরিধানে চিরিরবন্দরে বিশেষ অভিযান

আকতারুজ্জামান (চিরিরবন্দর প্রতিনিধি) ->>

দিনাজপুর চিরিরবন্দরে ঘুঘুরাতলীতে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ এর ডিআইজির নিদের্শনায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।

সম্প্রতি রংপুর বিভাগের চিরিরবন্দর আশ পাশের জেলা -উপজেলা গুলোতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

সেই সাথে বাড়ছে অকাল মৃত্যুর হার হতাহতের ঘটনা। তাই এই ধরনের দুর্ঘটনা কমিয়ে আনতে রংপুর রেঞ্জ ডিআইজির নির্দেশে উপজেলার ঘুঘুরাতলীতে ওসি মোসলেম উদ্দিনের (তদন্ত) নেতৃত্ব থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ টিম।

সোমবার (৬ জুন) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়।এ সময় জরিমানার পাশাপাশি হেলমেট না পরায় এবং ট্রাফিক আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন ২০১৮এর ৯২(১)ধারা মোতাবেক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।