ArabicBengaliEnglishHindi

শ্রীবরদীতে বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২২, ৮:০০ অপরাহ্ন / ১৪০
শ্রীবরদীতে বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন

মোঃকায়সার রশীদ ->>
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের হিন্দুপারা এলাকায় বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়।

পুলিশ জানান জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। জনৈক আঃছালামের ছোট আশরাফুল ইসলাম দুলাল আজ সকালে ঘড় উঠানোর কাজ করতে থাকে।

এক পযায়ে মিলাদের মিস্টি নিয়ে বড়ভাই আমিনুল ইসলাম বেলালের ঘড়ে গেলে বড়ভাই ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করে।

এই ঘটনায় পুলিশ বড়ভাই আমিনুল ইসলাম বেলাল ও আরেক ছোট ভাই লিটনকে আটক করে।