ArabicBengaliEnglishHindi

সন্ত্রাসীদের হামলায় আহত লন্ড্রি দোকানদার তপন


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২২, ৬:৫০ অপরাহ্ন / ৮৭
সন্ত্রাসীদের হামলায় আহত লন্ড্রি দোকানদার তপন

নিজস্ব প্রতিবেদক ->>
বরিশাল শহরের গণপূর্ত অধিদপ্তরের সরকারি জায়গা দখল করে বহাল তবিয়তে আছেন সৈয়দ এবং তার বাহিনী।

সরকারি জমিতে লিস লিভার নামে অবৈধভাবে দশটি দোকান ঘর তুলে সন্ত্রাসী কায়দায় ভাড়া আদায় করছে। এই জমি নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হরয়ছে।

এই জমির আরেক দাবিদার শামসুল সন্ত্রাসীদের ভাড়া করে টাকা আদায় করছে। বিনা কারণে গত পরশু ক্ষমতাসীন দলের ১০ নং ওয়ার্ডের প্রভাবশালী নেতা লন্ড্রি ব্যাবসায়ী তপনকে বাসায় ডেকে বেধড়ক মারপিট করে।

মূমুর্ষ অবস্থায় তপন কে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তপন শেবাচিম হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় আছে।

তপনকে থানায় মামলা না করার জন্য হুমকি দিয়েছে সন্ত্রাসী চক্র। নিরাপত্তা হীনতায় ভুগছে তপন এবং তার পরিবার।