ArabicBengaliEnglishHindi

সাভারে কলমা ওয়াজ আলী মডেল স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন


প্রকাশের সময় : মে ১৫, ২০২২, ১:৪৪ অপরাহ্ন / ৬৪
সাভারে কলমা ওয়াজ আলী মডেল স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন

এনামুল হক শামীম ->>
সাভারের কলমা ওয়াজ আলী মডেল স্কুল এর ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

১৪ই মে শনিবার দুপুরে নতুন এই ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। পরে স্কুল মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে কলমা ওয়াজ আলী মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মানিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মনোনীত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর উপসচিব মোঃ জেহাদ উদ্দিন, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সঞ্চালনাক কলমা ওয়াজ আলী মডেল স্কুলের প্রধান শিক্ষক সুরুজ মিয়া, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ সহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গম্যমান্য ব্যক্তিবর্গ ও অত্রস্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মন্ডলীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।